বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব
ছবি: সংগৃহীত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে ফের তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের দূতকে তলব করা হয়।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের কূটনীতিকদের পারস্পরিক তলবের ঘটনা। বিষয়টি দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে বাড়তি সংবেদনশীলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য সেখানে অবস্থান করছে।

সম্প্রতি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। গত কয়েক দিনে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সরাসরি ভিসা সেবাকেন্দ্রের কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সংক্রান্ত সব সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হাইকমিশনের ফটকে টানানো এক নোটিশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম স্থগিত থাকবে।

একই সঙ্গে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়