মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২৩ ডিসেম্বর ২০২৫

যবিপ্রবি চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

যবিপ্রবি চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোহাম্মদ শাহনুর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান উল করিম।

রবিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. কিশোর কুমার মজুমদার ও মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। 

এছাড়াও উক্ত নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে তন্নি দাস, আরাফাত অভি ও ঐত্রী বড়ুয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং সহ যুগ্ম-সাধারণ সম্পাদক অনিন্দ্য চৌধুরী। কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন ও সহ কোষাধ্যক্ষ মো. ফরহাদ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক শুভাশীষ দাস দীপ্ত এবং সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আল-মাহমুদ সাজিদ ও আম্মার বিন আউয়াল চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিসুল মোস্তফা ও সহ সম্পাদক মো. নূর হাসান সায়েম। সাংস্কৃতিক সম্পাদক শরফুদ্দিন হাসান সাব্বির ও সহ সাংস্কৃতিক সম্পাদক ঐশী ধর ঐন্দ্রী। ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল-রায়হান এবং সহ ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন তামিম। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জায়েদ আলম সামি, এস এম শাওয়াত ও অর্ক চক্রবর্তী।

অনুষ্ঠানে কমিটির বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠে।

সর্বশেষ

জনপ্রিয়