বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ২৪ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হসপিটাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

এভারকেয়ার হসপিটাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

এ সিদ্ধান্ত অমান্য করে অনুমোদনহীনভাবে ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

জনপ্রিয়