বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে হারিয়ে শোকাহত জাতি।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এক শোকবার্তায় তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”
রাষ্ট্রপতি আরও বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রাষ্ট্রপতি বলেন, “আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও তাঁর অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এছাড়া রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশবাসীকে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।



























