মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে। তিনি বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহায়ক ছিল।’

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জনপ্রিয়