মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ৩০ ডিসেম্বর ২০২৫

৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এসব তথ্য জানান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছিলেন। শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে ঘিরে শোকবার্তা ও স্মৃতিচারণায় ভরে উঠেছে টাইমলাইন।

জনপ্রিয়