রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬

শহীদদের রক্তের বিনিময়ে তৈরি জুলাই সনদ, এটিই ভবিষ্যতের পথরেখা : আলী রীয়াজ

শহীদদের রক্তের বিনিময়ে তৈরি জুলাই সনদ, এটিই ভবিষ্যতের পথরেখা : আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি লিখিত দলিল নয়; এটি গত ১৬ বছরের বেশি সময়ে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে তৈরি। তাই এই সনদের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গণভোটের পক্ষে প্রচার করতেই পারে এবং এটিই দেশের ভবিষ্যৎ পথরেখা।

শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, সংবিধান, বিদ্যমান আইন ও আরপিও অনুযায়ী সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে; এতে কোনো আইনি বাধা নেই। আন্তর্জাতিকভাবেও সরকার প্রস্তাবিত বিষয়ে গণভোটে সমর্থন চাইতে পারে—ইউরোপে এর বহু নজির রয়েছে।

গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সব জনগণের পূর্ণ প্রতিনিধিত্ব করে না, তাই রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের সম্মতি জরুরি। একই সঙ্গে গণভোটের মাধ্যমে আগামী ত্রয়োদশ সংসদকে সংবিধান সংস্কারের স্পষ্ট আইনি ম্যান্ডেট দেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ বিষয়ে কোনো আইনি প্রশ্ন না ওঠে।

তিনি জানান, ত্রয়োদশ সংসদ প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, স্বাধীন নির্বাচন কমিশন, পিএসসি ও দুদক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদ সদস্যদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার সুযোগের মতো মৌলিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।