রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ১৮ জানুয়ারি ২০২৬

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে কঠোর ও সুস্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, পুলিশের কাছ থেকে লুট হওয়া কোনো অস্ত্র আসন্ন নির্বাচনে ব্যবহারের কোনো সুযোগ থাকবে না।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, এসব অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের বিষয়ে তিনি উল্লেখ করেন, সীমান্তপথে কিছু অস্ত্র প্রবেশের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো উদ্ধার করছে এবং সীমান্তজুড়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি। দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা তার এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন না—এ কথা স্পষ্টভাবে জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনকি কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তারা যদি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে এটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ দমনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গি ও চরমপন্থি তৎপরতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং জঙ্গিবাদ এখন নেই বললেই চলে। তবে তিনি সতর্ক করে বলেন, কিছু ফ্যাসিস্ট ও জঙ্গি বিদেশে অবস্থান করছে। সরকার তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া গ্রহণ করবে।