রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১৮ জানুয়ারি ২০২৬

লালেই যত গ্ল্যামার: ভিন্ন লুকে নজর কাড়লেন শবনম বুবলী

লালেই যত গ্ল্যামার: ভিন্ন লুকে নজর কাড়লেন শবনম বুবলী
ছবি: সংগৃহীত

রূপালি পর্দার অভিনয়ের বাইরে নিজস্ব ফ্যাশন স্টাইল দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক মাধ্যমে নান্দনিক ও রুচিশীল উপস্থিতি দিয়ে বারবারই নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাল রঙের সাহসী ও অভিজাত সাজে ফের ভক্তদের মুগ্ধ করলেন এই নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন বুবলী। ছবিগুলোতে তাকে দেখা যায় একেবারেই ভিন্ন এক গ্ল্যামারাস লুকে। তার পরনে ছিল গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে আলাদা মাত্রা। এই লুকের সঙ্গে মাথায় পরেছিলেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যেখানে সাদা মুক্তা ও পালকের নান্দনিক কাজ চোখে পড়ার মতো।

মেকআপ ও গয়নার ক্ষেত্রেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানে বড় আকারের লাল পাথরের দুল, পরিমিত মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি মিলিয়ে পুরো লুকটিই ছিল নজরকাড়া। কখনো ক্যামেরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি, কখনো ঠোঁটে আঙুল ছোঁয়ানোর ভঙ্গিতে ধরা দিয়েছেন বুবলী।

ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, “লাল শুধু একটি রঙ নয়; এটি একটি অ্যাটিটিউড, একটি গল্প, একটি শিল্প—যা সবাই বোঝে না।”

পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্য ঘর। হাজার হাজার লাইক ও প্রশংসামূলক কমেন্টে বোঝা যায়, বুবলীর এই আধুনিক ও স্টাইলিশ উপস্থিতি ভক্তদের মনে দারুণ প্রভাব ফেলেছে।

এদিকে অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে ফ্যাশন নিয়ে এমন সৃজনশীল প্রকাশ বরাবরের মতোই ভক্তদের নজর কেড়ে নিচ্ছে শবনম বুবলী।