রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানির শেষ দিন আজ (১৮ জানুয়ারি)। এদিন নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

ইসি সূত্র জানিয়েছে, অপেক্ষমাণ আবেদনগুলোর বেশিরভাগই দ্বৈত নাগরিকত্ব সম্পর্কিত। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার কমিশন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত করবে।

এর আগে, শনিবার (অষ্টম দিনে) ১১২টি আপিলের শুনানি নেওয়া হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুরকৃত আবেদনগুলোর মধ্যে ৪৩টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ২টি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল। অপরদিকে, ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়। নামঞ্জুরকৃত আবেদনের মধ্যে ১৩টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ২৪টি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল।