বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ২০ জানুয়ারি ২০২৬

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম বেড়েছে ২০ টাকা: বাণিজ্য উপদেষ্টা

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম বেড়েছে ২০ টাকা: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, পদ্মা সেতু না বানিয়ে সে অর্থ ইরিগেশনে ব্যয় করলে চালের দাম পাঁচ টাকা কমে যেতো। 

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এক বক্তব্যে তিনি বলেন, “এ কথা আমি ভোলায় বলেছিলাম। তখন ভোলার মানুষ আমার ওপর এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে, আমাকে ভুয়া আখ্যা দিয়ে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, এমনকি আমার গাড়ির সামনে শুয়ে পড়েছিল। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, সেটাই বলি।”

পদ্মা সেতুর ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি সেতু নির্মাণে ২২ হাজার কোটি টাকা হোক বা ৪০ হাজার কোটি টাকা—এই বিপুল অর্থ আরও কার্যকর খাতে ব্যয় করা যেত। তার মতে, “আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। প্রশ্ন হচ্ছে, এতে অর্থনীতিতে আমার কী লাভ হয়েছে?”

তিনি বলেন, ‘আমরা যদি ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারি তাহলে এ ব্যয় অর্থনীতির জন্য বোঝা। তাই আপনারা যাই দাবি করবেন যে সরকারি আসুক না কেন। এ দাবির মূল উদ্দেশ্য হতে হবে ব্যয়ের উদ্বৃত্ত। যদি না হয় তাহলে আপনি নাগরিক হিসেবে ঠকে যাবেন। এই যে এতগুলো ল্যান্ডপোর্ট বানিয়েছে বাংলাদেশের অধিকাংশ ল্যান্ডপোর্টের কোনো ব্যবহার নেই। যদিও এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তবে এসব ল্যান্ডপোর্টে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিছু বন্ধ করা হয়েছে আর কিছু বন্ধ করা যাচ্ছে না। কারণ ৯০ ভাগের উপরে খরচ করে ফেলেছে।’