বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ২১ জানুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: মৎস্য উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট শুধু চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক: মৎস্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কারের বার্তা শুধু ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রকাশ সম্ভব। এটি একটি চিহ্ন নয়, দায়িত্বের প্রতীক।

উপদেষ্টা আজ বিকেলে নারায়ণগঞ্জ সদরের ভূইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল সংস্কার বাস্তবায়ন, যা পুরোপুরি সম্ভব হয়নি। ভোটের মাধ্যমে জনগণ তাদের বার্তা দিচ্ছে এবং নির্বাচিত সরকার সংস্কার বাস্তবায়ন করবে।

ফরিদা আখতার বলেন, জনগণই দেশের পরিবর্তনের প্রকৃত যোদ্ধা। সবাইকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন হবে। শহীদ ও আহতদের কাছে জাতি ঋণী। সম্প্রতি তারা গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী জাদুঘর পরিদর্শন করেছেন, যেখানে হত্যাকাণ্ডের নিদর্শন সংরক্ষিত। তিনি সতর্ক করেন—ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে।