মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৩, ১৮ জুলাই ২০২৪

আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার
সংগৃহীত

বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী চলমান আন্দোলনে আজ সকাল ১১টার পর থেকে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ‌এ ঘটনায় পুলিশ সদস্যরা প্রায় কয়েক ঘণ্টা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভেতর আটকে ছিলেন। পরে এই পুলিশ সদস্যদের কানাডিয়ান ইউনিভার্সিটি ছাদ থেকে উদ্ধার করে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আটকে পড়া ৬০ জন পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র‍্যাব ফোর্সেসের হেলিকপ্টার।

সম্পর্কিত বিষয়: