সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:২৩, ১২ মে ২০২৫

নামিবিয়ার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নামিবিয়ার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
সংগৃহীত

নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যবিষয়ক মন্ত্রী সেলমা আশিপেলা মুসাভই এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ্ আহমেদ শফী।

 

গত ৭ মে নামিবিয়ার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাতে তারা বাংলাদেশ ও নামিবিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। 

গত ৮ মে অনাবাসিক হাইকমিশনার নামিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব বাইল্যাটারাল রিলেশনস অ্যান্ড কোঅপারেশনের প্রধান রাষ্ট্রদূত সাবিনে বলখে-মোলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

 

হাইকমিশনার বাংলাদেশের পোশাক, ওষুধ, সফটওয়্যার ও চামড়া শিল্পসহ বিভিন্নক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে স্থাপিত শিল্পকলকারখানা এবং এ সমস্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন।

 

অন্যদিকে, বলখে-মোলার জানান, শিগগিরই তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশকেও তিনি প্রয়োজনীয় কনসেপ্ট পেপার দিতে অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: