বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৫৭, ২৩ আগস্ট ২০২৫

৭৫ ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে নতুন আবেদন চাইল ডিএসসিসি

৭৫ ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে নতুন আবেদন চাইল ডিএসসিসি
সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নতুন করে এবার আবেদন করেছে সেই সংস্থাটি।


শুক্রবার (২২ আগস্ট) ডিএসসিসি সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।


এর আগে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন।
নোটিশে বলা হয়, বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। বর্জ্য ব্যবস্থাপনার গতি ও মানোন্নয়ন নিশ্চিত করতে নতুন নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ক্রয় ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


শর্তে উল্লেখ করা হয়েছে, আবেদনপত্র ক্রয় ও জমা প্রদান কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। সিটি কর্পোরেশনের নগর ভবন বা আঞ্চলিক কার্যালয় থেকে সরাসরি আবেদনপত্র ক্রয়, বিক্রয় ও জমা দেওয়া যাবে না।আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ