৫ আগস্টের স্মৃতি ও ‘ঘুরতে যাওয়া’ বিপ্লব

গত বছরের এই দিনেই—৫ আগস্ট—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় পালাবদল ঘটে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এক অভূতপূর্ব গণআন্দোলনের মাধ্যমে। ওই সময় হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছিল, রক্ত দিয়েছিল, ত্যাগ স্বীকার করেছিল; যারা নতুন দিনের স্বপ্নে বিভোর ছিল।
সেই ঘটনার ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৫ আগস্ট, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি রহস্যজনক দৃশ্য দেখা গেল। জাতীয় নাগরিক পার্টিসহ কিছু বিপ্লবী নেতা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করলেন—এমন খবর ছড়িয়ে পড়ল মিডিয়া ও সামাজিক মাধ্যমে। পরে তারা জানালেন, এটি আসলে “একটি ব্যক্তিগত ভ্রমণ”।
প্রশ্ন আসে—এই দিনে, এই সময়ে, এমন ‘ভ্রমণ’ কতটা যৌক্তিক? এই দিনেই কী তাদের ‘জলকেলি’র প্রয়োজন দেখা দিল! ১৪০০ শহীদের রক্তের দাঁগ এখনও শুকায়নি, আহতরা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তারা বিলাসী হোটেল ‘রয়েল টিউলিপ’-এ প্রমোদ ভ্রমণে! ৫ আগস্ট তো নিছক একটি তারিখ নয়; এটি একটি রাজনৈতিক প্রতীক, একটি সংগ্রামের দিন, একটি মূল্যবান স্মৃতি। যারা নিজেদের “বিপ্লবের উত্তরসূরি” বলে দাবি করেন, তাদের কাছ থেকে এমন দিনে রাজনীতির বাইরে অবস্থান করা কি জনসম্মুখে নেতিবাচক বার্তা দিচ্ছে না? এই দিনে নেতারা চাইলে শহীদদের স্মরণে কোনো কর্মসূচি দিতে পারতেন, জনতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারতেন। তারা চাইলেই “বিপ্লবের বছরে এক বছর পূর্তির দিনে ভবিষ্যৎ রূপরেখা” ঘোষণা করতে পারতেন। বরং তারা বেছে নিলেন বিশ্রাম ও ‘ঘোরাঘুরি’।
তবে, কেউ কেউ বলছেন—এটি ছিল কৌশলী কূটনৈতিক উদ্যোগ, যেখানে সাবেক মার্কিন দূতের সঙ্গে আলোচনা হয়েছে ভবিষ্যৎ রাজনৈতিক নীলনকশা নিয়ে। এমন না হলে বিষয়টি পরিষ্কারভাবে জাতিকে জানানো যেত। কিন্তু গোলকধাঁধার মতো বক্তব্য, “ঘুরতে গিয়েছি” জাতীয় মন্তব্য, জনমনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি করে।
বিপ্লব কোনো ব্যক্তির নয়, এটি জনতার। যারা জনগণের আশা নিয়ে ক্ষমতার দরজায় কড়া নাড়ছেন, তাদের প্রতিটি কাজ জনস্বার্থের আয়নায় প্রতিফলিত হবে—এটা ভুলে গেলে চলবে না।
অতএব, প্রশ্ন রয়ে যায়—৫ আগস্টে কক্সবাজারে ‘ঘোরাঘুরি’ কেবল একটি বিশ্রামভ্রমণ, না কি এর ছায়ায় লুকিয়ে ছিল কোনো গোপন রাজনৈতিক কর্মপন্থা? এবং তার চেয়েও বড় প্রশ্ন: বিপ্লবের স্মৃতির দিনকে উপেক্ষা করে যে নেতারা ভ্রমণকে অগ্রাধিকার দেন, তারা কি সত্যিই জনআকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছেন?