জাবিতে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে ছাত্রদের জন্য ১৬৩টি ও ছাত্রীদের জন্য ১৬৩টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ৫৮৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ৮ হাজার ৮০১ জন ছাত্র এবং ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
অন্যদিকে, ‘ই’ ইউনিটে ছাত্রদের ১০০টি ও ছাত্রীদের ১০০টি আসনের বিপরীতে মোট ১১ হাজার ৬১৩ জন আবেদন করেন। এতে অংশ নেন ৫ হাজার ৯২৯ জন ছাত্র এবং ৫ হাজার ৬৮৪ জন ছাত্রী।
ভর্তি পরীক্ষার দিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সমাজবিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ‘সি–১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এবং ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘সি–১’ ইউনিটে ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৯ জন ছাত্র এবং ২ হাজার ১৫৬ জন ছাত্রী আবেদন করেছেন। অন্যদিকে, ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।



























