৩০০ ফিট এলাকায় ‘লিডার আসছে’ স্লোগানে মুখর
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে একটি বিশাল মঞ্চ। দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতের দিকে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে ঘুরে দেখা যায়, কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। কেউ দলীয় ব্যানার হাতে জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার মিছিল নিয়ে এগিয়ে আসছেন। পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সবার মুখে একটাই স্লোগান— “লিডার আসছে।”
স্লোগান, প্ল্যাকার্ড ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক বিশাল উৎসবমুখর প্রাঙ্গণে। কর্মীদের খাবারের চাহিদা মেটাতে পথে পথে বসেছে খাবার ও পানীয়ের দোকান। কিছু দূর পরপর দেখা যাচ্ছে স্পিকারবাহী ট্রাক, যেখানে বাজছে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান।
এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শনে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।
নেতাকর্মীরা জানান, বহু বছর পর তাঁদের নেতা দেশে ফিরছেন। এই দিনটি তাঁদের কাছে ঈদের দিনের মতো আনন্দের। সব কষ্ট ও অপেক্ষা ভুলে তাঁরা এখানে এসে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করছেন। নেতার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।



























