শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৫

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে বিপিএলে রাজশাহীর দাপুটে শুরু

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে বিপিএলে রাজশাহীর দাপুটে শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯০ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় রাজশাহী।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা আক্রমণাত্মক ছিল সিলেট টাইটানসের। ওপেনার সাইম আইয়ুব ঝড়ো সূচনা করলেও ২৮ রান করে বিনুরা ফার্নান্দোর বলে আউট হন। ২০ রান করা হযরতউল্লাহ জাজাইকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সন্দীপ লামিচানে। আরেক ওপেনার রনি তালুকদার লামিচানের বলে বোল্ড হওয়ার আগে ৪১ রানের ইনিংস খেলেন।

মধ্যভাগে পারভেজ ইমন ও আফিফ ধ্রুবের জুটিতে ঘুরে দাঁড়ায় সিলেট। শেষদিকে ৩৩ রান করে রানআউট হন আফিফ। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩ বলে ৬৫ রান করেন পারভেজ ইমন, যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রানের সংগ্রহ পায় সিলেট টাইটানস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ তামিম খালেদ আহমেদের পেসে আউট হন। আরেক ওপেনার শাহিবজাদা ২০ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী।

শান্ত-মুশফিক জুটি গড়ে তোলে ১৩০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা রাজশাহীর সহজ জয় নিশ্চিত করে। অধিনায়ক শান্ত ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিম ৩১ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে, ডে-লাইট ফায়ারওয়ার্কস প্রদর্শন ও ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিপিএলের দ্বাদশ আসর। বেলা দুইটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত করা হয়। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জনপ্রিয়