রাজপথ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে ছাত্র-জনতা সেখানে অবস্থান নেয়। রাত ৯টা পর্যন্ত অবরোধ চলমান ছিল।
অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যার সঙ্গে জড়িত সকল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
নিহত হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।



























