মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ৩০ ডিসেম্বর ২০২৫

কাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা: মির্জা ফখরুল

কাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে দুপুর ১২টা ৩৮ মিনিটে স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন রাজনীতিবিদ যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।  তাঁর মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন এক সময়ে তিনি চলে গেলেন, যখন জাতি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন ’

জানাজার বিস্তারিত উল্লেখ করে তিনি জানান, আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকা জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করবেন। জানাজার পুরো কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজা শেষে দেশনেত্রীকে তাঁর স্বামী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে। মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান, সকলে যেন দেশনেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা অটুট বজায় রেখে জানাজার শৃঙ্খলা রক্ষা করেন এবং দাফন কার্যে সর্বাত্মক সহযোগিতা করেন।

এ সময় তিনি দেশনেত্রীর জৈষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আল্লাহ যেন তাকে এই শোক সইবার এবং মায়ের রেখে যাওয়া দায়িত্ব পালনের শক্তি দান করেন।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

জনপ্রিয়