ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বের করা হয় সাবেক এই প্রধানমন্ত্রী মরদেহ। সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসভবনে পৌঁছালে সেখানে শোকের আবহ নেমে আসে। নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
পৌষের কাঁপানো শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীতে ঢল নামিয়েছে শোকাহত মানুষ। মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েছে।
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় পৌঁছাবেন। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।



























