শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ৩০ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: জামায়াত আমির

ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা দুর্নীতি করেননি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি এবং মন্ত্রণালয় বাঁচাতেই দায়িত্বও ছাড়েননি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমীর বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। এ সময় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানান তিনি।

শেরপুরের ঘটনা তিনি বলেন, গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবে যুব সমাজ।

সর্বশেষ