শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ২০ নভেম্বর ২০২৫

সোহেলের কপাল ভালো, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়নি: পান্না

সোহেলের কপাল ভালো, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়নি: পান্না
ছবি: সংগৃহীত

গভীর রাতে দৈনিক ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তাঁর ফেসবুক স্ট্যাটাসে তিনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন।

পান্না লিখেছেন, কোনো পরোয়ানা ছাড়া গভীর রাতে একজন সাংবাদিককে তুলে নেওয়া স্বাভাবিক নয়, এবং এটি স্বাধীন সংবাদমাধ্যমের জন্য অশুভ সংকেত। তিনি উল্লেখ করেন, ঘটনাটি সাংবাদিক মহলে আতঙ্ক তৈরি করেছে এবং গ্রেপ্তারের পুরো প্রক্রিয়া সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

স্ট্যাটাসে পান্না আরও বলেন, মিজানুর রহমান সোহেলকে রাতে আটক রেখে জিজ্ঞাসাবাদ ও হেনস্তার অভিযোগ উঠেছে—যা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, সোহেলকে আটক করার পেছনে ব্যবসায়িক স্বার্থ–সংশ্লিষ্ট একটি প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে—এমন অভিযোগও শোনা যাচ্ছে।

সাংবাদিক পান্না আরও লিখেছেন, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা না হওয়াকে “কপাল ভালো” বলে মন্তব্য করেছেন।

ইউনুসময় বাংলাদেশে এবার ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে মধ্যরাতে তুলে নিয়ে গেলো গোয়েন্দা পুলিশ। সারারাত গারদে রাখা হলো, হেনস্থা করা হলো। কেন পরোয়ানা ছাড়া গভীর রাতে একজনকে তুলে নিয়ে যাওয়া হবে? কী এমন করেছেন তিনি? শোনা যাচ্ছে ড. ইউনুসের এক বিশেষ সহকারি পেছন থেকে কলকাঠি নেড়েছেন। এখানে ব্যবসায়িক স্বার্থ জড়িত বলে জানিয়েছেন সাংবাদিক সোহেল। তার কারণেই নাকি সরকারের ওই প্রভাবশালী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। সোহেলের কপাল ভালো যে তার বিরুদ্ধে এখনও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়নি।

জনপ্রিয়