রোববার ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ১০ নভেম্বর ২০২৫

ভক্তদের বড় দুঃসংবাদ দিল আর্জেন্টিনা

ভক্তদের বড় দুঃসংবাদ দিল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। আগামী ১৪ নভেম্বর নির্ধারিত হয়েছে ম্যাচটি। এরই মধ্যে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে ঘোষিত স্কোয়াডে এসেছে পরিবর্তন— চোটের কারণে ছিটকে গেছেন দলের তারকা এনজো ফার্নান্দেজ।

এনজোর বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার, যিনি লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার পজিশনে খেলেন কেভিন।

প্রথমবার জাতীয় দলের ডাক পেয়ে উচ্ছ্বসিত কেভিন বলেন,
 “আজ (গতকাল) ম্যাচের দুই ঘণ্টা আগে আমি একটি ফোন পাই— আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি। এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

তিনি আরও যোগ করেন, “আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।”

জনপ্রিয়