সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৪ ডিসেম্বর ২০২৫

মুস্তাফিজের দিকে দৃষ্টি থাকবে আইপিএলের যেসব ফ্র্যাঞ্চাইজির

মুস্তাফিজের দিকে দৃষ্টি থাকবে আইপিএলের যেসব ফ্র্যাঞ্চাইজির
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০২৬ মৌসুমের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। নিলামের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন বাঁহাতি এই পেসার। সর্বশেষ আসরে নিলামে দল না পেলেও বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে তিনটি ম্যাচ খেলেন তিনি। আসন্ন নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ এই ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তার সঙ্গে রয়েছেন আরও ৩৯ জন ক্রিকেটার।

এবারের নিলামে মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও ছয় ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

নিলামের আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দল গঠনের পরিকল্পনা ও চাহিদা নিয়ে বিশ্লেষণ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের পূর্বাভাসে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের নাম উঠে এসেছে। এর আগে ২০২৪ মৌসুমে চেন্নাইয়ের হয়ে এবং তিন মৌসুমে দিল্লির জার্সিতে খেলেছেন তিনি।

চেন্নাই সুপার কিংস এবারের মিনি নিলামের আগে তাদের প্রধান পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। ইনজুরির কারণে শ্রীলঙ্কান এই পেসার নিয়মিত খেলতে না পারায় ডেথ ওভারের জন্য নতুন একজন অভিজ্ঞ বোলারের খোঁজে রয়েছে দলটি। সে বিবেচনায় মুস্তাফিজ চেন্নাইয়ের বড় লক্ষ্য হতে পারেন। নিলামে চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩ দশমিক ৪০ কোটি রুপি। তারা সর্বোচ্চ নয়জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে চারটি বিদেশি স্লট ফাঁকা রয়েছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়েও গত আসরে ডেথ ওভারে বোলিং নিয়ে ভুগতে হয়েছে। দলের স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে। ফলে মিচেল স্টার্কের সঙ্গে একজন নির্ভরযোগ্য পেসার যোগ করার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজ ছাড়াও তাদের নজরে আছেন মাথিশা পাথিরানা ও ম্যাট হেনরি। নিলামে দিল্লির বাজেট ২১ দশমিক ৮০ কোটি রুপি। এই অর্থে তারা সর্বোচ্চ আটজন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে পাঁচটি বিদেশি স্লট খালি।

সব মিলিয়ে আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলামে আবারও মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করেই চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়