শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

বাসস

প্রকাশিত: ১৭:৫০, ১১ ডিসেম্বর ২০২৫

হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে রোমাঞ্চিত রিশাদ

হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে রোমাঞ্চিত রিশাদ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেটের ১৫তম আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশ লেগ স্পিনার রিশাদ হোসেন। 

বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স দলে যোগ দেওয়ার পর জার্সি পেয়েছেন রিশাদ। সেই জার্সি গায়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পেইজে ছবি পোস্ট করেছেন তিনি। 

ছবির ক্যাপশনে ২৩ বছর বয়সী স্পিনার রিশাদ লিখেছেন, ‘অবশেষে হোবার্ট হারিকেন্সের পোশাক পরেছি। এই জার্সি গায়ে দিয়ে অসাধারণ লাগছে। খেলার জন্য মুখিয়ে আছি।’ 

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলতে নামবেন রিশাদ। এর আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৩-১৪ মৌসুমে এডিলেড স্ট্রাইকার্সের হয়ে এবং পরের বছর মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন তিনি।  

এর আগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু বিপিএলের কারণে বিগ ব্যাশে খেলেননি তিনি। তবে এবার বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশের পুরো আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রিশাদ। 

আগামী ১৪ ডিসেম্বর থেকে পঞ্চদশ বিগ ব্যাশ টি-টোয়েন্টি শুরু হবে। ১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে খেলতে নামবেন রিশাদ।

রিশাদের সাথে হারিকেন্স দলে অন্য দুই বিদেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদ ও পেসার ক্রিস জর্ডান। 

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে রিশাদের সাথে হারিকেন্স দলে আছেন টিম ডেভিড, ম্যাথু ওয়েড, ন্যাথান এলিস, বেন ম্যাকডারমট, বাউ ওয়েবস্টাররা।

চলতি বছর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রিশাদ। ২৫ ম্যাচে ২২.১২ গড় ও ৮.৪৫ ইকোনমিতে ৭৩০ রানে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি।

জনপ্রিয়