রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১৩ ডিসেম্বর ২০২৫

২০৩০ বিশ্বকাপেও আনচেলত্তিকে চায় ব্রাজিল

২০৩০ বিশ্বকাপেও আনচেলত্তিকে চায় ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে পুরোনো গৌরবে ফেরাতে কার্লো আনচেলত্তির ওপর আস্থা আরও জোরালো হচ্ছে। ইতালিয়ান এই কিংবদন্তি কোচের নেতৃত্বে সন্তুষ্ট ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখতে চায়। সে লক্ষ্যেই ২০২৬ বিশ্বকাপের পরও, অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে রাখার চিন্তাভাবনা করছে সংস্থাটি।

গত মে মাসে ইউরোপের সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারে সিবিএফ, যেখানে মেয়াদ বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আনচেলত্তি নিয়েছেন একাধিক সাহসী সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো—এই মুহূর্তে নেইমারকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হয়েও পুরোপুরি ফিট না হলে দলে জায়গা পাবেন না—এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে আনচেলত্তির। তার অধীনে ব্রাজিল এখনও পুরোপুরি সেরা ছন্দে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে।

সিবিএফের দৃঢ় বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে কার্লো আনচেলত্তিই সবচেয়ে উপযুক্ত ও যোগ্য মানুষ।

সর্বশেষ

জনপ্রিয়