শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৮ জানুয়ারি ২০২৬

বার্সেলোনা রেকর্ড জয়ে ফাইনালে

বার্সেলোনা রেকর্ড জয়ে ফাইনালে
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা এক নতুন ইতিহাস রচনা করেছে। আর্নেস্তো ভালভার্দের তত্ত্বাবধানে অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে পরাজিত করে অভূতপূর্ব ব্যবধানের জয় তুলে নিল।

ম্যাচে আক্রমণভাগের দাপট, নিখুঁত পজিশনাল ফুটবল এবং ধারাবাহিক চাপ দিয়ে পুরো সময়ই অ্যাথলেটিক বিলবাওকে চাপে রাখে বার্সেলোনা। গোল শিকার করে কাতালানদের হয়ে মাঠে নামেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ ও রুনি বার্ডঘজি, আর রাফিনহা জোড়া গোলের মাধ্যমে জয় নিশ্চিত করেন।

পরিসংখ্যানে এই জয় আরও স্মরণীয় হয়ে উঠেছে। অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে কোনো দল এত বড় ব্যবধানে সেমিফাইনালে জয় পায়নি। এছাড়া, ২০১০–১১ মৌসুমের পর প্রথমবারের মতো তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে সরাসরি তিনটি গোলের সঙ্গে অবদান রাখলেন।

ফেরমিন লোপেজ একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেন, রাফিনহা দুই গোল ও একটি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আর রুনি বার্ডঘজি একটি গোল ও দুটি অ্যাসিস্ট যোগ করেন।

এই রেকর্ড জয়ের মাধ্যমে বার্সেলোনা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। রোববার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেতিকো মাদ্রিদ। আজ রাতেই সেমিফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

জনপ্রিয়