বিশ্বকাপই চূড়ান্ত স্বপ্ন নয় রোনালদোর
বিশ্বকাপ, ব্যালন ডি’অর কিংবা ব্যক্তিগত রেকর্ড—ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নিয়ে বিতর্ক কখনো থামে না। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে গত দেড় দশক ধরে। ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর মেসি এগিয়ে গেলেও, বিশ্বকাপকেই নিজের ক্যারিয়ারের শেষ কথা মানতে নারাজ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, একটি টুর্নামেন্টের ট্রফি দিয়ে কোনো ফুটবলারের পুরো ক্যারিয়ার মূল্যায়ন করা ঠিক নয়। ছয় কিংবা সাত ম্যাচের প্রতিযোগিতা দিয়ে ইতিহাসের বিচার হওয়া উচিত নয় বলেও মত তার।
রোনালদো বলেন, ‘আপনি যদি আমাকে প্রশ্ন করেন—বিশ্বকাপ জেতা কি আমার স্বপ্ন? আমার উত্তর হবে, না। বিশ্বকাপ জিতলেই যে একজন ফুটবলার ইতিহাসে আলাদা হয়ে যাবেন, এমনটা আমি মনে করি না। একটি টুর্নামেন্ট দিয়ে কি পুরো ক্যারিয়ার বিচার করা যায়?’
৪০ পেরিয়েও থামার কোনো ইঙ্গিত নেই রোনালদোর। অবসর নয়, বরং সামনে তাকিয়ে আছেন ১০০০ গোলের ঐতিহাসিক লক্ষ্যের দিকে। সেই মাইলফলক থেকে বর্তমানে মাত্র ৪২ গোল দূরে রয়েছেন আল নাসরের এই তারকা ফরোয়ার্ড। ইনজুরি সমস্যা না হলে ২০২৬ সালের সেপ্টেম্বরেই লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তিনি।
এর আগে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদো জানিয়েছিলেন, ক্যারিয়ারে আরও শিরোপা জিততে চান তিনি। একই সঙ্গে ফুটবল বিশ্ব যে সংখ্যাটির দিকে তাকিয়ে আছে, সেই রেকর্ডেও পৌঁছাতে চান ৪০ বছর বয়সী এই সুপারস্টার।
বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগ শিরোপাই এখন তার প্রধান লক্ষ্য। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা আল নাসর, শীর্ষে থাকা আল হিলালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।



























