বুধবার ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ২৫ নভেম্বর ২০২৫

শাহবাগে উত্তেজনা, বিসিএস পরীক্ষার্থী–পুলিশ মুখোমুখি

শাহবাগে উত্তেজনা, বিসিএস পরীক্ষার্থী–পুলিশ মুখোমুখি
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করার দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর শাহবাগ এলাকায়। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটলে পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে থাকেন।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল থামিয়ে দেয়। বাধার মুখে পরীক্ষার্থীরা সেখানেই বসে অবস্থান কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের ধাওয়া ও সংঘর্ষে প্রায় ২৫ জন পরীক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুরসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

ওসি খালেদ মনসুর বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট নিক্ষেপ করেছেন, এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন। তিনি আরও জানান, আন্দোলনকারীরা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে গত কয়েকদিন ধরে পরীক্ষার্থীরা স্মারকলিপি, মানববন্ধন, অনশন, মিছিল ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। রাজশাহী, খুলনা, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে রেলপথ অবরোধ করা হয়। ঢাকা–আরিচা মহাসড়কেও অবরোধ করা হয়। পরীক্ষার্থীদের হুঁশিয়ারি—পরীক্ষার তারিখ পরিবর্তন না হলে তারা পরীক্ষা বর্জন করবেন।

তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় পাওয়া যেত; কিন্তু এবার প্রস্তুতির সময় অত্যন্ত কম, যা তারা অযৌক্তিক মনে করছেন। তাই তারা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছেন।

পিএসসির ঘোষিত সূচি অনুযায়ী, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আসনবিন্যাসসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে পিএসসি।

জনপ্রিয়