বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ১৪ জানুয়ারি ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) আজ বুধবার ঢাকায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, ইউএনও ফেরদৌস আরা বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় মারা যান। তিনি দু’দিন ধরে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন।

ফেরদৌস আরার স্বামীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে হলেও তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। 

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান জানিয়েছেন, গত রবিবার তারা একসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় উপস্থিত ছিলেন। এরপর সোমবার তিনি ঢাকায় ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার জন্য গিয়েছিলেন।

উল্লেখ্য, ৩৬তম বিসিএসের এ কর্মকর্তা গত বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে যোগদান করেছিলেন।