চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২
থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। এই প্রাণঘাতী ঘটনায় মূল কারণ হিসেবে ধরা পড়েছে চলন্ত ট্রেনের ওপর একটি নির্মাণ ক্রেনের ভেঙে পড়া।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্বাঞ্চলের শিখিও জেলা অতিক্রম করে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথে উচ্চগতির রেললাইন নির্মাণস্থলে থাকা একটি ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ওপর পড়ে। এতে ট্রেন লাইনচ্যুত হয় এবং ক্ষণিকের জন্য আগুন লেগে যায়। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তারা দুর্ঘটনার জন্য দায়ী বিষয়গুলো খতিয়ে দেখছেন।



























