বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১৪ জানুয়ারি ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান–জেফার!

বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান–জেফার!
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন ও জল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সব ঠিক থাকলে আজ, বুধবার (১৪ জানুয়ারি), আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হবে।

গত কয়েক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে চলেছে নানা আলোচনা। যদিও দুজনই বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন, এবার সেই বন্ধুত্ব নতুন মোড় নিচ্ছে — জীবনের নতুন অধ্যায়ে পা রাখছে বিয়ের মাধ্যমে।

দুজনের ঘনিষ্ঠ পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের সব প্রস্তুতি গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছে। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা, স্মার্ট বাচনভঙ্গি এবং কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে তার স্বতন্ত্র গায়কী ও অনন্য স্টাইলের জন্য ইতোমধ্যেই পরিচিত মুখ।