নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। মঙ্গলবার ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
হুমায়ুন কবির মহানগরীর গলাচিপা এলাকার বাসিন্দা এবং মৃত চান শরীফ সরদারের ছেলে। তিনি ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর হুমায়ুন কবির গ্রেপ্তার হন। মঙ্গলবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক বলেন, “ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে। যত দূর জানা গেছে, তিনি কারাবন্দী অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হন।”



























