সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ২৬ জানুয়ারি ২০২৬

‘ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’

‘ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না, ক্ষমা করে দিও’
ছবি: সংগৃহীত

আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার পাশে নিথর অবস্থায় পাওয়া যায় তাদের মাত্র ৯ মাস বয়সী শিশু সন্তান সেজাদ হাসান নাজিফকে।

মর্মান্তিক এই ঘটনার পরদিন শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা মা ও শিশুপুত্রের মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে যশোর কারাগারে নিয়ে আসেন, যাতে শেষবারের মতো স্ত্রী ও সন্তানকে দেখতে পারেন সাদ্দাম। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের ছয় সদস্যসহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

কারাগারের ফটকে দাঁড়িয়ে স্ত্রী ও সন্তানের নিথর দেহ দেখার সুযোগ পান সাদ্দাম। এ সময় তার ছোট ভাই শহিদুল ইসলাম জানান, সাদ্দাম সন্তানকে কোলে নেননি। কেবল সন্তানের মাথায় হাত রেখে আবেগঘন কণ্ঠে বলেন, — “আমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলাম না। ক্ষমা করে দিও।”

স্ত্রী ও সন্তানের মৃত্যুর দুই দিন পেরিয়ে গেলেও এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ কেউ দাবি করছেন, সাদ্দাম কারাগারে থাকায় চরম অভাব ও মানসিক চাপের মধ্যে পড়ে স্ত্রী প্রথমে সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। আবার অনেকেই প্রশ্ন তুলছেন—স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।

সর্বশেষ