তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি
চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে মাইক ও সাউন্ড সিস্টেমের তার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮টি মাইক এবং সাউন্ড সিস্টেম সংযোগে ব্যবহৃত পাঁচ কয়েল তার চুরি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে এ বিষয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক।
অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চুরির ঘটনাটি ঘটে।
সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, জনসভায় প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সর্বশেষ মাইক ও সংযোগ লাইনের পরীক্ষা সম্পন্ন করে তারা স্থান ত্যাগ করেন। ওই সময় মাইকগুলোর নিরাপত্তায় দুজন লোক টহলে নিয়োজিত ছিলেন।
তিনি আরও বলেন, রোববার সকালে পুনরায় মাইক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় ১৮টি মাইকের ইউনিট এবং পাঁচ কয়েল তার নিখোঁজ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএনপি নেতাদের জানানো হলে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এরপর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























