শনিবার জবিতে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা, প্রথম ধাপে ‘ই’ ইউনিট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রথম দিনে অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এ বছর ‘ই’ ইউনিটে অংশ নিচ্ছেন ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থী। পরীক্ষাটি মোট ৭২ নম্বরের হবে—এর মধ্যে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা দেড় ঘণ্টা সময় পাবেন তাদের মূল্যায়ন সম্পন্ন করতে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, ‘ই’ ইউনিটের সম্পূর্ণ পরীক্ষা জবির শহিদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না বলেও তিনি নিশ্চিত করেন।
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এবারও নিজেদের অভ্যন্তরীণ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘ই’ ইউনিটের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আমাদের ভর্তি কার্যক্রম।”
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৯ জানুয়ারি একই সময়ে। আর কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। পাঁচটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ২ লাখ ১৪টি। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৪৬৩টি, ‘বি’ ইউনিটে ৭৯ হাজার ৭৯৬টি, ‘সি’ ইউনিটে ২০ হাজার ৬৮৪টি, ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ৮২০টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১ হাজার ২৫১টি আবেদন জমা পড়ে।



























