মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ২৩ ডিসেম্বর ২০২৫

ইউজিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক স্বাধীন

ইউজিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক স্বাধীন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সাধারণ নির্বাচনে মো. নাজমুল হাসান সভাপতি এবং মো. মোক্তার জামান (স্বাধীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ ‍ডিসেম্বর) ইউজিসি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন - সহ-সভাপতি মো. নুরে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ বি এম মুসা, কোষাধ্যক্ষ মো. রনি আকন, প্রচার সম্পাদক মো. বশির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মামুন খান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম। ৯-সদস্য বিশিষ্ট এই কার্যানির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

এর আগে, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. হেফজুর রহমান। নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোট দেন।

জনপ্রিয়