বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২৫ ডিসেম্বর ২০২৫

রোনাল্ডোর হাজার গোলের সম্ভাবনায় আস্থা মার্টিনেজের

রোনাল্ডোর হাজার গোলের সম্ভাবনায় আস্থা মার্টিনেজের
ছবি: সংগৃহীত

পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ বিশ্বাস করেন, ক্যারিয়ারে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সক্ষমতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রয়েছে। তাঁর ভাষায়, রোনাল্ডো বর্তমানে এমন দারুণ ফর্মে আছেন যে তাকে থামানো প্রায় অসম্ভব।

বর্তমানে রোনাল্ডোর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫। ২০২৩ সালে মার্টিনেজ দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলে পর্তুগালের জার্সিতে তিনি করেছেন আরও ২৫ গোল।

স্পেনের দৈনিক মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, রোনাল্ডো কখনোই রেকর্ডের পেছনে ছুটে বেড়ান না; বরং প্রতিদিন নিজের সর্বোচ্চটা দিতে চান। “তিনি এখন ক্যারিয়ারের খুবই ভালো সময় কাটাচ্ছেন। প্রতিদিনের পরিশ্রম এবং মনোযোগই তাঁকে এই পর্যায়ে এনেছে। ১,০০০ গোল বা নির্দিষ্ট ম্যাচ সংখ্যা—এসব দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তিনি ভাবেন না। তাঁর আসল রহস্য হলো প্রতিদিন সেরা হওয়া এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা,” বলেন পর্তুগাল কোচ।

তিনি আরও যোগ করেন, “রোনাল্ডো যেদিন খেলা ছাড়ার সিদ্ধান্ত নেবেন, সেদিন হয়তো এসব সংখ্যার গুরুত্ব আসবে। আমার মনে হয় না এটিকে তিনি কখনো নির্দিষ্ট লক্ষ্য হিসেবে দেখেছেন।”

রোনাল্ডোর সাম্প্রতিক ফর্ম নিয়ে নিজের কৃতিত্ব অস্বীকার করে মার্টিনেজ জানান, সব সাফল্যই রোনাল্ডোর কঠোর পরিশ্রমের ফল। তাঁর ভাষায়, “তিনি যেসব পরিবর্তনের কথা বলেন, তা মূলত পজিশন বদলের সঙ্গে সম্পর্কিত। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন দুর্দান্ত এক উইঙ্গার, কিন্তু এখন তিনি বক্সের ভেতরে অন্যতম প্রভাবশালী ফরোয়ার্ড। মাঠে থাকলেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়, কারণ তাঁকে থামাতে কমপক্ষে দুজন ডিফেন্ডার সবসময় সতর্ক থাকে।”

রোনাল্ডোর ধারাবাহিকতা, মনোযোগ এবং সামর্থ্যে আস্থা রেখে মার্টিনেজ মনে করেন, ফুটবল ইতিহাসে আরেকটি মহাকাব্যিক অর্জনের দিকে এগোচ্ছেন পর্তুগিজ সুপারস্টার।

জনপ্রিয়