সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১২ জানুয়ারি ২০২৬

চবি শিক্ষককে হেনস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ

চবি শিক্ষককে হেনস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ
ছবি: সংগৃহীত

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১১ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভীতি প্রদর্শন কিংবা শারীরিকভাবে হেনস্তা করা শিক্ষাঙ্গণে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এবং এর ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।

সাদা দল স্পষ্টভাবে উল্লেখ করে, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইনসম্মত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ নিষ্পত্তির একমাত্র গ্রহণযোগ্য পথ হলো আইন ও প্রশাসনিক তদন্ত; কোনোভাবেই ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয়। এ কারণে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেছে, যা শিক্ষার পরিবেশকে ক্রমেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। গত তিন থেকে চার মাসে ক্যাম্পাসগুলোতে মব সংস্কৃতি ও শিক্ষক নিপীড়নের প্রবণতা নতুন করে বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে সাদা দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এসব আগ্রাসী ও বেআইনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলে, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।

একই সঙ্গে বিবৃতিতে সাদা দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়ে বলে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি ও হেনস্তা করা ব্যক্তিদের বিরুদ্ধেও দ্রুত আইনি ও সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। প্রকৃত অপরাধীরা যেন দীর্ঘদিন শাস্তির বাইরে না থাকে, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া ভিন্ন মতাবলম্বী হলেও কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।