সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১২ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়া বন্ধ করল ইলন মাস্কের চ্যাটবট ‘গ্রোক’

ইন্দোনেশিয়া বন্ধ করল ইলন মাস্কের চ্যাটবট ‘গ্রোক’
ছবি: সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক যৌন কনটেন্ট ও ভুয়া ছবি তৈরির অভিযোগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবি বিকৃত করে সম্মতি ছাড়া আপত্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে।

গ্রোক ব্যবহারকারীরা ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা পেলেও সাম্প্রতিক সময়ে এর মাধ্যমে নারী ও শিশুদের ছবি পর্নোগ্রাফিকভাবে প্রকাশের অভিযোগ উঠেছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশ গ্রোকের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্বে এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন পদক্ষেপ।

মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছে, গ্রোক বারবার ক্ষতিকর কনটেন্ট তৈরিতে অপব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীদের রিপোর্টিং ব্যবস্থার ওপর জোর দেওয়ার পরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা বজায় রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার কমিউনিকেশন ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ বলেন, “গ্রোক ব্যবহার করে যৌন কনটেন্ট তৈরি করা মানবাধিকার ও অনলাইন নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।”

ব্রিটেনেও গ্রোক ও এক্সের ওপর চাপ বাড়ছে। প্রযুক্তি সচিব লিজ কেন্ডাল এক্সকে ব্লক করার পক্ষে মত দিয়েছেন, আর দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম শিগগিরই সিদ্ধান্ত জানাবে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গ্রোককে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেছেন।