বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!
টেলিভিশনের পর্দায় একসময়ে দর্শকদের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবন সামলানোর পর চলতি বছরের শুরুতেই এই তারকা জুটি নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের রেশও মুছে যাওয়ার আগেই মাহি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
সম্প্রতি মাহি তার প্রযোজক বন্ধু নাদিম নাদজেরের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবির সঙ্গে লেখা ক্যাপশনটি ছিল—‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’
মাহির এই আবেগঘন বার্তাকে ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, নাদিমের সঙ্গে মাহির ঘনিষ্ঠতা কি জয়-মাহির দীর্ঘ দিনের সম্পর্কের ফাটলের কারণ হতে পারে? বিশেষ করে জয়কে ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির জন্য অনেক সমালোচক মাহিকেই দায়ী করছেন।
তবে বাস্তবতা হলো, নতুন বছরের শুরুতে জয় ও মাহি যৌথভাবে একটি বিবৃতিতে জানিয়েছিলেন যে, তাদের বিচ্ছেদের পেছনে কোনো ‘ভিলেন’ নেই। তিন সন্তানের কল্যাণ এবং দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে, বিচ্ছেদের পরও তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।



























