বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ২৯ জানুয়ারি ২০২৬

ডিআইইউসাসের পলিসি কনক্লেভ সোমবার; উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ডিআইইউসাসের পলিসি কনক্লেভ সোমবার; উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
ছবি: সংগৃহীত

ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন ও গণতন্ত্রে এর প্রভাব নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজন করতে যাচ্ছে “Policy Conclave on Misinformation: Challenges to Governance and Democracy” শীর্ষক নীতি সংলাপ। 

আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা পোস্টের সম্পাদক মো: কামরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিনসহ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম  সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ জানান, বর্তমান সময়ে ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যেভাবে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে প্রভাবিত করছে - সে বিষয়ে প্রধান অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নীতি সংলাপকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা করছেন। একইসঙ্গে গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সুশাসন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা নিয়েও আলোচনা হবে।