শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ৩০ জানুয়ারি ২০২৬

যবিপ্রবির জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবির জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ছয়টায় যবিপ্রবির কড়ইতলায় বর্ণাঢ্য আলোকসজ্জার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজীব বৈদ্য।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের উপদেষ্টার মধ্যে উপস্থিত ছিলেন  সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাফায়াত মাহমুদ। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত ভালো সিজিপিএ অর্জন করা এবং পড়াশোনায় মনোযোগী থাকা। পাশাপাশি ভালো বন্ধু গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য সাহস, সততা ও সফলতা কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে সিলেট জেলা থেকে আগত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের প্রাক্তন শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং প্রবাসী এলামনাইরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।