শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
দেশের বিভিন্ন শিল্পখাতে ক্রমান্বয়ে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। নিয়োগদাতারাও খুঁজছেন এআই প্রযুক্তিতে দক্ষ কর্মী। এ পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সফলভাবে রাইজ এআই ক্যাম্প আয়োজন করেছে তরুণদের জন্য বাংলালিংকের এআই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ।’ কাঠামোবদ্ধ ও ফলাফলভিত্তিক এ উদ্যোগে প্রয়োগভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা, ক্যারিয়ার প্রস্তুতি এবং শিল্প অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অ্যাকাডেমিক পর্যায়ে অর্জিত জ্ঞান ও শিল্পখাতে কর্মীদের কাছ থেকে নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতার মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য নিয়ে চালু করা হয় এ উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ব্যবহারের ওপর অগ্রাধিকার দেয়া হয়। এআই প্রযুক্তিকে কেবল একটি স্বতন্ত্র প্রযুক্তিগত বিষয় হিসেবে না দেখে, এই প্রোগ্রামে এআই কীভাবে ক্যারিয়ার, কাজের ক্ষেত্র ও উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে সে বিষয়ে আলোকপাত করা হয়। এ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও পেশাগত পরিচয় তৈরির পাশাপাশি কাজের ক্ষেত্রে তাদের উপযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে।
ক্যারিয়ারাইজ, এআই ল্যাবস ও সাইডগিগস, এ তিনটি বিষয়কে কেন্দ্রে রেখেই রাইজ এআই ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশ পর্যন্ত বিভিন্ন পর্যায় ও বিষয় নিয়ে আলোচনা করা হয়। এআই ক্যাম্পের ক্যারিয়ারাইজ সেগমেন্টটি সফলভাবে ইউআইইউ-তে অনুষ্ঠিত হয়, যেখানে ছ শ’র বেশি নিবন্ধিত শিক্ষার্থী হাতে-কলমে কর্মশালা ও ক্যারিয়ার-কেন্দ্রিক সেশনে অংশগ্রহণের পাশাপশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে বিষয়ভিত্তিক সম্যক ধারণা লাভ করেন।
ইউআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ক্যারিয়ারাইজ আয়োজনে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে ইউআইইউ’র ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)। রাইজের সাথে অংশীদারিত্বে এ আয়োজনের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিসিসিএসএ-এর পরিচালক নাহিদ হাসান খান।
এ উদ্যোগ নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আত্মবিশ্বাসের সাথে ক্যারিয়ার গড়ে তুলতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা। রাইজ এআই ক্যাম্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিল্পখাতের প্রত্যাশা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা দিতে এবং সামনে থাকা সুযোগগুলোর জন্য তাদের প্রস্তুত করে তুলতে চাই। মেধাবী তরুণদের জন্য অর্থবহ সুযোগ তৈরির মাধ্যমে দেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
আয়োজনে বাংলালিংকের হেড অব রাইজ কে এম রায়হান, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, রাইজের সেলস ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, ডিজিটাল মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আলা উদ্দিন, হেড অব ডিজিটাল রিচার্জ মোহাম্মদ তাহমিদুর রহমান, ট্যালেন্ট ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার রেফায়াত আহমেদ, ট্যালেন্ট অ্যাকুইজিশনের সিনিয়র স্পেশালিস্ট ইশফাকুর রহমান, এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের লিড স্পেশালিস্ট তাহসীন লাবীবা প্রীমাসহ রাইজ ও বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্মশালা পরিচালনা করেন।



























