শনিবার ৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

‎বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ৩০ জানুয়ারি ২০২৬

বুয়েট ও বাকৃবির যৌথ উদ্যোগে সংকটে মানবিক নেতৃত্ব গড়ে তুলতে কর্মসূচি

বুয়েট ও বাকৃবির যৌথ উদ্যোগে সংকটে মানবিক নেতৃত্ব গড়ে তুলতে কর্মসূচি
ছবি: সংবাদ পরিক্রমা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক সফর ও স্কাউটিং বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বুয়েটের রোভার স্কাউট সদস্যরা বাকৃবি ক্যাম্পাসে অংশ নেন।

‎বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন কনফারেন্স হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুয়েট থেকে আগত প্রায় ৪০ জন রোভার স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

‎কর্মসূচির বিভিন্ন সেশনে দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পদ রক্ষায় স্কাউটদের ভূমিকা, জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক ও বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরা হয়।

‎অনুষ্ঠানে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং বুয়েট রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. খোরশেদ আলম। এ ছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

‎আয়োজকরা জানান, দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত কাজের চর্চা জোরদার করা এবং স্কাউটিং বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের স্কাউটদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাও ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।