প্রথমবার কন্যাসন্তানকে প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক
 
					পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মহাষ্টমীর দিন ছেলে কবীরের নাম প্রথমবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
এতদিন মেয়েকে সবার আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। কন্যাকে একঝলক দেখার জন্য ভক্তরা ছিলেন ভীষণ উদগ্রীব। অবশেষে এই দুর্গাপূজায় সেই অপেক্ষার অবসান ঘটালেন কোয়েল। সপ্তমীর দিন কন্যাসন্তান কাব্যকে প্রকাশ্যে আনলেন তিনি।
সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন কোয়েল। ছবিতে কোলে কন্যা, পাশে ছেলে কবীর ও স্বামী নিসপাল সিংহ রানে। মুখে হাসি লেগে থাকা ছোট্ট কাব্যকে দেখে মুগ্ধ অনুরাগীরা বলছেন, “ঠিক যেন ছোট্ট কোয়েল!”
এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে আনন্দঘন ছবিতে লিখেছিলেন, “পরিবার বড় হতে চলেছে, খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।”
উল্লেখ্য, সাত বছরের সম্পর্কের পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
 
				 (4).png) 
				


























