শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ৭ জানুয়ারি ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পর রাজধানীর ফার্মগেট এলাকায় স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি আনোয়ার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়