বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ জানুয়ারি ২০২৬

পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা

পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
ছবি: সংগৃহীত

গ্রামবাংলার নীরব প্রকৃতি আর আধুনিক সৌন্দর্যের মেলবন্ধনে নতুন এক রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় দক্ষতায় দীর্ঘদিন ধরেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। এবার তিনি পুকুরপাড়ে বসে তোলা কিছু ছবি শেয়ার করে ভক্তদের সামনে তুলে ধরেছেন এক নান্দনিক ও মায়াবী লুক।

সবুজ ঘাসের ওপর বসে থাকা ভাবনাকে দেখে মনে হয় যেন হলুদ রোদের একটি টুকরো প্রকৃতির মাঝে নেমে এসেছে। ছবিগুলোতে গ্রামবাংলার চিরায়ত সৌন্দর্য আর আধুনিক মননশীলতার এক চমৎকার সংমিশ্রণ ফুটে উঠেছে, যা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন,
‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’

শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি। শাড়িটির নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের নান্দনিক ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা রঙের ব্লাউজ, যা পুরো সাজকে করেছে আরও পরিপাটি ও আকর্ষণীয়।

চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না—সব মিলিয়ে তিনি যেন হয়ে উঠেছেন এক সহজ অথচ গভীরভাবে মোহনীয় নারীমূর্তি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়েও বারবার ভক্তদের মুগ্ধ করে চলেছেন ভাবনা।

পুকুরপাড়ে বসে থাকা এই স্বাভাবিক ভঙ্গির ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মন্তব্য করছেন, প্রকৃতি আর রঙের এই অপূর্ব মেলবন্ধন ভাবনার উপস্থিতিকে আরও উজ্জ্বল ও মোহনীয় করে তুলেছে।